বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

মধ্যমা স্বপ্নের কিছু কথা


মধ্যমা স্বপ্ন কিংবা ভাগ্যের ন্যায় ডাইরীর কিছু পাতা আজ ছিড়ে ফেলাটা নিতান্ত প্রয়োজন । হয়ত এ ছিড়ে ফেলাটা বোকামি অতবা দিবা স্বপ্নে্র ন্যায় কিংবা রাত জাগা তন্দ্রার অতবা অবাস্তব নিদ্রা্র ন্যায় ।

এই তিনটার একটা ও কাজের না ,

কেননা দিবা স্বপ্নটা দিগন্তের শেষ দিকে বিলীন হয়ে যায় তেমনি তন্দ্রার স্বপ্নটা তন্দ্রলো্কে আর নিদ্রা্র স্বপ্নটা মাঝে মধ্যে বাস্তব হলেও অবাস্তব ধারনার ন্যায় তা কখনো জীবন বিমার কোনো উপকারে আসেনা তাই এর প্রতিফলন টা হচ্ছে নোট বুক বা ডাইরীর ছেড়া পাতার ন্যায় , যেমন

নোট বুক বা ডাইরী শব্দটা কাগজের লিখার মদ্দে সীমাবদ্দ থাকে কিংবা ইহা বাস্তবে রুপন করার ক্ষমতা বা ইহার ছেদ নাই তেমনি ইহা দিবা লুকে প্রবেশ করার ও ক্ষমতা রাখে না যার ফলে জীবন নামক রুপ রেখা থেকে ঘুমন্ত স্বপ্নটা একেবারে আলাদা বা অবাস্তব স্বপ্ন মঞ্চ , তবে ঘুমন্ত স্বপ্নটা বাস্তবায়নে ধনী হওয়াটা নিতান্ত জরুরী কিংবা মামা , চাচা , খালু অথবা অতি ধারালু মিষ্টি দরকার , আর যার এগুলা রয়েছে সেই সমাজে মামা আর না হলে ঘুমন্ত রুপরেখা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন