কি হলো আমার নিত্য
ভুবনে চতুরঙ্গের
খেলা খেলিতে মন যে চায়
না ভুবনে থাকিতে
কি হলো আমার ধ্রুব নয়নে আশার
আলো ফুটে ওঠে চারদিকে তুব যেন
নিবে যায় ঘোর তমস্যা ভুবনে
কি হলো আমার দৃঢ় মস্তিকে কিছু
বুঝিতে পারিনা আমি যে , আপন
খেলা খেলিতেছে দিবালোকে কিংবা রজনীতে ,দিবেনা তো ছাড়
ভুবনে কিংবা পরকালে
কি হলো আমার বক্ষের হৃদ শিকরে ,
শোকের ছায়া নেমে আসে মোড়
হৃদপিণ্ডে বসে থাকি একলা নীরব
ঘরে
কি হলো আমার প্রেম বায়ুর তব মম
ছায়ানটে , চার দিকে রঙ্গ খেলায়
আপন মনে
By sheikh jakir
ভুবনে চতুরঙ্গের
খেলা খেলিতে মন যে চায়
না ভুবনে থাকিতে
কি হলো আমার ধ্রুব নয়নে আশার
আলো ফুটে ওঠে চারদিকে তুব যেন
নিবে যায় ঘোর তমস্যা ভুবনে
কি হলো আমার দৃঢ় মস্তিকে কিছু
বুঝিতে পারিনা আমি যে , আপন
খেলা খেলিতেছে দিবালোকে কিংবা রজনীতে ,দিবেনা তো ছাড়
ভুবনে কিংবা পরকালে
কি হলো আমার বক্ষের হৃদ শিকরে ,
শোকের ছায়া নেমে আসে মোড়
হৃদপিণ্ডে বসে থাকি একলা নীরব
ঘরে
কি হলো আমার প্রেম বায়ুর তব মম
ছায়ানটে , চার দিকে রঙ্গ খেলায়
আপন মনে
By sheikh jakir
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন