শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫

সাধীনদেশের আইনগুলা যদি হয় অন্যদেশের পালিত আইন তাহলে কি সাধীনদেশ তার সাধীনতা হারায় না

সাধীনদেশের আইনগুলা যদি হয় অন্যদেশের পালিত আইন তাহলে কি সাধীনদেশ তার সাধীনতা হারায় না ,
আইন প্রণয়ন দ্ধারা গনতন্ত তৈরী হয় যার ফলে সমাজ তার সামাজিকতা ফিরে পায় আর এই আইন যদি হয় অন্যের হাতের লিখা তাহলে সাধীনতা তার রুপ হারায় না ।
ইংরেজিরা শাসন করে গেল প্রায় ২০০ বছর , পাকিস্তানের সাথে রক্ত ক্ষয়ী যোদ্ধ হল ৯ মাস , অতপর আসলো সাধীনতা , কিন্তু সাধীন দেশের সাধীন মানুষ আজ ও পরাধীনতার বন্ধনে আবদ্ধ কেননা ।
সাধীনতার ৪৩ - ৪৪ বছর পেরিয়ে গেলো ও আমাদের দেশের আইন গুলা এখন পযন্ত অন্যের দেশের আইনের উপর নিরভরশীল , অন্যদেশের আইন অনুযায়ী আমরা প্রতিনীহত আমাদের দেশের আদালতে নানা ধরনের বিচার করে থাকি এবং শাস্তি হয় মাপ অনুযায়ী ।
কিন্তু কখনো কেউ ভাবেননি অন্যদেশের আইন অনুযায়ী বিচার না করে আমাদের দেশের সাধীন্তা বোধগ্ম্য থেকে আইনবীদ ও প্রধান বিচার বিভাগের বিচারপতিদের তৈরীকৃত আইন ধারা আমাদের দেশের মানুষের বিচার করা , এবং বাস্তব জিবনে সকল প্রকার কাজে আইনবীদ ও বিচার বিভাগের বিচারপতিদের তৈরীকৃত আইন বাস্তবায়ন কারা দরকার ।
কিন্তু বলাবাহ্লল্য আমাদের বাংলাদেশে প্রধান বিচারপতি ২২ জন আর বুদ্ধিজিবি আর আইনবীদের সীমা নেই কিন্তু অবাক হওয়ার বিষয় এখন পযন্ত কোনো বিচারপতি এবং আইনবীদ নতুন কোন আইন তৈরী করেনি এবং লক্ষন উদঘাটন ত অনেক দুরের বিষয় ।
প্রথমে ইংরেজিরা শাসন তারপর পাকিস্তান এখন ভারত শাসন করছে আমাদের তাও আবার তার তৈরীর আইন ধারা সাথে সাথে আবার পুরনো ইংরেজিরা । অন্যের সম্পদ আর নিজের গালে তাপ্পর মারা এক কথা কি নয় ।
বিচারপতিদের বিচার দ্ধারা যদি বিচারপতি নিয়োগ দেওয়া হত তাহলে দেশের আইনও পরিবতন হত কিন্তু তা কি গ্রহন যোগ্য ………………বাস্তবে ইহার সন্দান নেই । কারন আমরা অন্যের রুষানালে থাকতে ভাল বাসি আর এ ভালবাসা অবলোকনে চিরস্তায়ী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন