শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫

থানায় জিডি বা অভিযোগ করার নিয়ম সমুহ ?

 

১। কিভাবে থানায় কারো বিরুদ্ধে অভিযোগ বা জিডি করবেন ?              ২। জিডি করতে কি টাকা লাগে ? 

 জেনেনিন সহজ ভাষায় ------

জনাব আপনি  বিভিন্ন ভাবে থানায় অভিযোগ দায়ের করতে পারবে্ন,  তবে লিখিত অভিযোগ বা জিডি হচেছ সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম  হা  প্রথমে আপনি আপনার অভিযোগটি একটি সাধারণ ডায়েরির মাধ্যমে জানাবেন, যাকে  সংক্ষেপে জিডি বলা হআর এ ধরনের জিডি করার অর্থ হলো বিষয়টি সম্পর্কে থানাকে অবগত করা,যাতে থানা কর্তৃপক্ষ সম্ভাব্য অপরাধটি সংঘটিত হওয়ার আগেই ব্যবস্থা নিতে পারে।
 

কিভাবে থানায় কারো বিরুদ্ধে অভিযোগ বা জিডি রবেন ঃ


১. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সম্বোধন করে লিখতে হবে এবং থানার নাম ও ঠিকানা লিখতে হবে।
২. বিষয় : ‘জিডি করার জন্য আবেদন’- এভাবে লিখতে হবে।
৩. অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা করলে জিডিতে আশঙ্কার কারণ উল্লেখ করতে হবে।
৪. হুমকি দিলে হুমকি দেওয়ার স্থান, তারিখ, সময়, সাক্ষী থাকলে তাদের নাম, পিতার নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।
৫. হুমকি প্রদানকারী পরিচিত হলে তার/তাদের নাম, পিতার নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।
৬. অপরিচিত হলে তাদের শনাক্তকরণের বর্ণনা দিতে হবে।
৭. জিডি নথিভুক্ত করে বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করতে হবে।
৮. সর্বশেষ জিডিকারীর নাম, স্বাক্ষর, পিতার নাম, পূর্ণ ঠিকানা ও তারিখ লিখতে হবেউল্লেখ্য, জিডি দুই কপি করতে হবে। এক কপি নথিভুক্ত করার জন্য থানায় জমা দিতে হবে, আরেক কপি থানার কর্মকর্তার সিল এবং জিডির নম্বর সংবলিত কপিটি যত্ন করে সংরক্ষণ করতে হবে।

 

জিডি করতে কি টাকা লাগে

জিডি করতে থানায় কোনো ফি দিতে হয় না।

 

উপদে

কাউকে হরানী করার উদ্দেশ্য জিডি কিংবা মি্যা মামলা দন্ডনীয় অপরাদ -----

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন